নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

বন্দরে সন্ত্রাসী হামলায় দুই সহোদরসহ আহত ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ৪ নভেম্বর ২০২৪

বন্দরে সন্ত্রাসী হামলায় দুই সহোদরসহ আহত ৩

বন্দরে মায়ের জমানো টাকা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজাদের সন্ত্রাসী হামলায় ২ সহোদরসহ ৩ জন জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা আহত কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়ার কাছ থেকে ব্যবসায়ী কাজের নগদ ২৮ হাজার ৩'শ টাকা ছিনিয়ে নেয়।  

সোমবার (৪ নভেম্বর)  দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পায়রা চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলো আব্দুর রশিদ (৪৫) জসিম (৪০) ও আব্দুল গনী (৬৫)। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 

এ ঘটনায় আহত কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি সন্ত্রাসী বড় ভাই আবু তাহের ও তার ২ সন্ত্রাসী ছেলে সানি ও সাকিবসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আহত কাঁচামাল ব্যবসায়ী গনমাধ্যমকে জানান, আমার মায়ের জমানো টাকা  আমার বড় ভাই আবু তাহের ও তার স্ত্রী বীনা বেগম আত্মসাত করে। এ নিয়ে উল্লেখিতদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে সোমবার দুপুরে মদনগঞ্জ পায়রা চত্বরের সামনে আবু তাহের ও তার স্ত্রী বীনা বেগমের হুকুমে তার দুই সন্ত্রাসী ছেলে সানি ও সাকিব আমাকে হত্যা করার জন্য অতর্কিত হামলা চালায়। 

ওই সময় আমার ডাক চিৎকারে আমার ফুফাত ভাই হাজী আব্দুল গনী ও আমার ছোট ভাই জসিম এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে নগদ ২৮ হাজার ৩'শ টাকা ছিনিয়ে নেয়।