নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যান রমজান আলীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৩, ৩ নভেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যান রমজান আলীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন  

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রমজান আলী প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৩ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ওই ইউনিয়নের শত শত সাধারণ মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী বলেন"সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রমজান আলী প্রধান দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার কারণে তিনি সকলের কাছে জনপ্রিয় জনপ্রতিনিধি হয়েছেন।

কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একটি কূচিকা মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে প্যানেল চেয়ারম্যান থেকে সাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য যে,রমজান আলী প্রধান তার নির্বাচিত ওয়ার্ডে স্কুল মাদ্রাসা,ঈদগাঁ কবরস্থানের উন্নয়ন সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের জন্য তিনি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার কারণে তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে দুইটি রাজনৈতিক মামলায় আসামী করেন।

তাছাড়া এই মামলা চলমান অবস্থায় সাদিপুর ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য প্রশাসনের সম্মুখে ভোট প্রদান করে তাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।কিন্তু তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান না দেয়ার জন্য স্থানীয় একটি কুচক্রী মহল জেলা প্রশাসককে ভুল তথ্য দিয়ে তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব স্থগিত করেন।এমন সংবাদে সাদিপুর ইউনিয়নের সকল জনপ্রতিনিধি ও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে রমজান আলী প্রধানকে সাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পনের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানান।