নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৭, ৩ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি বাসের ধাক্কায় রাফি তালুকদার নিহন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু ইব্রাহিম ইসলাম কাব্য (১৯) আহত হয়েছে।

নিহত রাফি তালুকদার নিহন চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। সে এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

শনিবার (২ নভেম্বর) রাত দশটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী। এরআগে বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। 

টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, সন্ধ্যার আগে রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের দিকে যাচ্ছিল।

এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছলে একটি বাস তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন।

গুরুতর আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আহত ইব্রাহিম ইসলাম কাব্য কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো -একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।