নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নানা কর্মসূচি পালন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৭, ২ নভেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নানা কর্মসূচি পালন 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির শেষদিন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ চৌধুরীবাড়ি এলাকায় "ডেঙ্গু থেকে প্রতিকার ঘরবাড়ি করি পরিষ্কার" স্লোগানে এই সচেতনতা তৈরির উদ্দ্যেশ্যে মশারী ও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও ডেঙ্গু মশা  নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। 

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতৃবৃন্দ বলেন,  ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। যার যার এলাকায় পরিচ্ছন্ন, বাড়ির আঙিনায় পরিষ্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অনুযায়ী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মহানগর যুবদল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মহানগর যুবদলের সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে আমরা মশারী বিতরণ, সচেতনতামূলক লিফলেট ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ বেগম মন্তুর সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক যুবদল নেতা আশিকুর রহমান অনি, মহানগর যুবদলের সাবেক সহ- সভাপতি আঃ রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, শেখ মাগফুর ইসলাম পাপন, মিনহাজ মিঠু, শাহিন শরীফ, অদুদ সাগর, রাজু আহমেদ, হাবিবুর রহমান মাসুদ, বাবুল মিয়া, সজিব আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শাকিল মিয়া, বাদশা খান, মোফাজ্জল হোসেন আনোয়ার, রাশেদুল ইসলাম, দ্বীন ইসলাম বাবু, মো. আরাফাতসহ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।