নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৮, ৩১ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার হয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে বার্মিজ ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাটি।

গ্রেপ্তাররা হলো- শাহরিয়ার, ইমন, আলামিন, নুর আলম ও ফেরদৌস। বুধবার দিবাগত রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের আতশলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ওই এলাকার বাসিন্দা। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।