নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৪৯, ৩১ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে সমাবেশ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের  বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে  দাউদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বেলদি মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া। 

অন্যানদের মাঝে এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন ভূঁইয়া কিরনসহ আরো অনেকে। 

সভায় বক্তারা বলেন, এই অবৈধ ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার যেভাবে মানুষ হত্যা ও গুম খুনের রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে তাদের জানাজা পড়তে দেওয়া হবে না।

নেতাকর্মীরা আরো বলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে রূপগঞ্জের এমপি করার প্রতিশ্রুতি দেন।