রূপগঞ্জে স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর কতিপয় দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌর সভার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামূড়া এলাকায় এ বিক্ষোভপ্রতিবাদ বক্তব্য রাখেন, তারাব পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, জাতীয়তাবাদী ওলামাদল নেতা হাজী পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগের ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা হামলা ও নির্যাতনের নির্যাতনের শিকার হয়ে ডজন ডজন মামলার শিকার হয়েছেন তারাই আজ বিএনপির কতিপয় বড় নেতাকে খুশি করতে না পেরে পদবঞ্চিত রয়েছেন।
অথচ ৫ আগষ্টের পূর্বে যারা ঢাকা সিলেট মহাসড়কের বেরিকেট দিয়েছে, গাজীর সাথে গণহত্যায় জড়িত ছিলো,তারাই ৫ আগষ্টের পর বিএনপির ওই নেতাদের ম্যানেজ করে বিএনপিতে অনুপ্রবেশ করেছে।
তারা এখন বিএনপির নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িয়ে একদিকে এলাকায় আতঙ্ক তৈরী করছে, অন্যদিকে বিএনপির সুনাম ধ্বংস করছে। তাই অবিলম্বে হাইব্রিড ও অনুপ্রবেশ ঠেকানো না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।