নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফাহিম মোল্লা (২৬) নামে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও সোনারগাঁও থানার নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার (৩০ অক্টোবর তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস এর সত্যতা নিশ্চিত করে জানান, যথাযত আইনী পক্রিয়া শেষে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বুরুমদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।