ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে সোনারগাঁয়ের কাঁচপুরে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিন সকাল থেকেই যুবদলের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল টিমে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ,সদস্য আলমাস, হাফেজ অলি আহমেদ,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাত, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব,সদস্য সচিব আরিফ,সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন শিকদারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।