ছাত্র জনতার গণ-বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার পাগলা বাজারস্থ কাজী খোরশেদ প্লাজার সম্মুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি হাজী মোহাম্মদ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পর প্রায় ৫০ বছরেরও অধিক সময় অতিবাহিত হলেও আমরা কাঙ্খিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের সুফল এখনো ভোগ করতে পারিনি। যারাই ক্ষমতাসীন ছিলো তারাই দেশের সম্পদ, জনগণ ও অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে।
তাদের দলীয় লোকদের অবাধ দুর্নীতি, অপরাজনীতি এবং দুঃশাসনের জন্য দেশ বারংবার পিছিয়ে গিয়েছে। মালেয়শিয়া, সিঙ্গাপুর ও আরব আমিরাতের মতো দেশগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করলেও তারা আমাদের থেকে সর্বদিক দিয়ে বহুদূর এগিয়ে গিয়েছে।
আমরা জনগণ তাদের মিথ্যার ফুলঝুরিতে প্রতারিত হয়ে বারবার তাদের হাতে দেশকে তুলে দিয়েছিলাম। কিন্তু তারা সবসময়ই আমাদের সাথে প্রতারণা করেছে। স্বৈরাচার হবার বাসনায় তারা দেশের সংবিধান, প্রশাসন ও আমলাদের নিজের মতো করে সংস্কার করে নিয়েছে। এতোদিন জনগণ সব মুখবুঝে মেনে নিলেও গত ৫ই আগস্টের বিপ্লব দেশকে আবার আশার আলো দেখিয়েছে।
অথচ গত ৫ই আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পর দেশে নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। ছাত্রদের রক্ত মাড়িয়ে নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটতরাজকারীরা এখনো বুক ফুলিয়ে হাঁটছে। যারাই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি করবে তাদেরকে বেঁধে রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ফতুল্লা থানা শাখার সেক্রেটারি হাজী মুহাম্মাদ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমাম আহমেদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন, দ্বীনি সংগঠন ফতুল্লা থানা শাখার ছদর মাওলানা মুফতি আবু মুসা নেসারি, বাইতুল ফালাহ কারীমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসান শরীফ, জামিয়া কারিমিয়া ইসলামিয়া নুরবাগ মাদ্রাসার মুহতামিম মুফতি জহিরুল ইসলাম কাসেমী।
এছাড়া আরো বক্তব্য প্রদান করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হুসাইন মুহাম্মাদ মুন্না, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ রায়হান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি নুরে আলম সবুজসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলগণ।