নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ২৬ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল 

আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও  মাদকের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা যুবদলের আওতাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে  আড়াইহাজার উপজেলাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী বাজারে সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন তারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু কাউকে ছাড়বো না। যদি কেউ মনে করেন দয়াময় আমরা সবকিছু ভুলে গেছি তাহলে আপনি ভুল জগতে আছেন।

আমাদের নেতাকর্মীরা ১৭ বছরের জ্বালা-যন্ত্রণা বুঝিয়ে নিবে। যদি কোন প্রকার ঝামেলা করার চেষ্টা করেন তাহলে ঝামেলা প্রতিশোধ আমরা নিয়ে নেব। আমগোরে ভালো থাকতে দিবেন তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন ।

আমরা কোন শৃঙ্খলা চাই না ।আমরা চাই সবাই মিলে মিশে একসাথে বসবাস করতে। যে অপরাধ করেছে তার বিচার হবে দেশের আদালতে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। 

তিনি আরও বলেন, আমার নেতা বিএনপি'র সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য করবে কাউকে ছাড়া হবে না সে যদি আমার দলের লোক হয় তাহলেও।

আমি আমার জেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই আপনারা কেউ এই সকল কর্মকান্ডের সাথে জড়িত হবেন না যদি হন তাহলে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি দল থেকে বহিষ্কার করা হবে।

কারণ আমাদের এই দল শহীদ জিয়ার আদর্শের দল এই দলে কোন বিশৃঙ্খলা বিশ্বাসী না। এ দল গণতন্ত্রে বিশ্বাসী মানুষের ভালোবাসায় বিশ্বাসী। আমরা মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা দিতে চাই। তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। 

প্রধান বক্তার বক্তব্যে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব এড. খোরশেদ আলম ভূঁইয়া বলেন, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতা। তিনি বিগত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আড়াইহাজারকে সারা বাংলাদেশের মধ্যে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করেছে।

এখন সুসময় এসেছে এখন মনোনয়নের জন্য অনেকেই দৌড়াচ্ছে কিন্তু সে সময় তারা কোথায় ছিল। কিন্তু বিগত আন্দোলন সংগ্রামী কিন্তু আমরা তাদেরকে রাজপথে পাইনি। আমরা একমাত্র পেয়েছি জননেতা নজরুল ইসলাম আজাদকে।

তিনি আমাদের মামলা হামলা ও গ্রেপ্তার নির্যাতনে আমাদের পাশে ছিলেন। আগামী নির্বাচনে আমরা নজরুল ইসলাম আজাদকে আড়াইহাজারের এমপি হিসাবে দেখতে চাই।

পরে সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আড়াইহাজার-নরসিংদী এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ মিছিল বের করে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। 

এসময়ে যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় আড়াইহাজারের মাটি বিএনপির ঘাঁটি, আড়াইহাজারের মাটি আজাদ ভাইয়ের ঘাঁটি। আড়াইহাজারের চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শ্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা।  

ব্রাহ্মন্দী ইউনিয়নযুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জোনায়েদ মাষ্টার, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিসান আহমেদ রুবেল, সহ- সভাপতি সেলিম ভূঁইয়া, আলমগীর হোসেন, সজিব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক ইমন ভূঁইয়া, আজিজুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।