নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ফকির ফ্যাশানের পাশে জোলেখা বেগমের ভাড়াটিয়া বাড়ীতে আগুনে একই বাসার ৬ জন দগ্ধ হয়েছে।
তাদেরকে আশংকাজনক অবস্থায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার আহাদ আলীর ছেলে বাবুল, তার স্ত্রী সেলিনা বেগম, ছেলে সোহেল, ইসমাইল, মেয়ে তাছলিমা, ও সোহেলের স্ত্রী মুন্নী। তারা ডহরগাও এলাকার জোলেখা বেগমের বাড়াটিয়া বাড়ীতে বসবাস করে। তারা সবাই গার্মেন্টস শ্রমিক।
তাদের সকলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে তাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। এবং ঘরের ভিতর আগুন জ্বলছে। এসময় আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ঘরের ভিতরের বিভিন্ন সরঞ্জামাদী পুড়ে যায়। এসময় দগ্ধ হয় ঘরের ভিতরের থাকা ৬ জন। প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। তাদের সকলের অবস্থার আশংকাজনক হওয়ায় সেখান থেকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে রাতেই রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানান, ধারনা করা হচ্ছে ঘরের ভিতরে গ্যাস জমাট ছিল। রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালাতে গেলে সেখান থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। কারন ঘরের ভিতরে কয়েল জ্বালানো দেখা গেছে।
তবে বাড়ীতে গ্যাস লাইন বা গ্যাস সিলিন্ডার ছিল কিনা কেউ বলতে পারেননি।