নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

ফতুল্লায় মাদক বিক্রেতাকে ‘ভালো’ সার্টিফিকেট দিলেন দারোগা!

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৯:৫৫, ২৩ অক্টোবর ২০২৪

ফতুল্লায় মাদক বিক্রেতাকে ‘ভালো’ সার্টিফিকেট দিলেন দারোগা!

ভিকির সাথে গোল চিহ্নিত মাদক ব্যবসায়ি স্বপন

ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা স্বপন। ফেনসিডিলসহ গ্রেফতারও হয়েছিলেন। সে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও তার সমন্ধি ভিকির পালিত ছিলো। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর রঙ বদলে নিজেকে বিএনপির লোক দাবি শুরু করে স্বপন। এরই মধ্যে চাঁদাবাজির অভিযোগও উঠেছে তর বিরুদ্ধে। 


স্থানীয়রা জানান, কিশোর বয়স থেকেই মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধের সাথে জড়িত স্বপন জীবনে কোন কাজ করেনি। তবে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান বলেছেন, ‘আগে মাদক বিক্রি করলেও এখন স্বপন ভালো হয়ে গেছে।’ ওই দারোগা এ কথা ওসির সামনেই বলেছেন।

ভুক্তভোগীদের একজন মাসদাইরের সামসুল হকের মেয়ে শিউলী আক্তার জানান, গত ১৮ অক্টোবর রাতে  শোভন গ্রুপের মালিক আবু সিদ্দিক তার পালিত স্বপন-রনির নেতৃত্বে এক থেকে দেড়শ সন্ত্রাসীকে পাঠিয়ে আমাদের জায়গা থেকে সরে যেতে বলে।  ওই সন্ত্রাসীরা আমাদের বলেছে ‘ এ জায়গা বস আবু সিদ্দিকের। আমরা যদি জায়গা না ছাড়ি আমাদেরকে কিলিং করে দিবে।  আমরা অভিযোগ জানাতে ফতুল্লা থানায় গেলে ওসি সাহেবের সামনে এস আই মিজান বলেন, স্বপন আগে মাদক বিক্রি করলেও এখন ভালো হয়ে গেছে।

এ নিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানের কাছে প্রশ্ন করা হয়, স্বপন যে ভালো মানুষ -সে কী কাজ করে ? জবাবে এসআই মিজান বলেন, আমি মোবাইল ফোনে কোন বক্তব্য দিবো না।

শিউলী আক্তার আরও জানান, সেদিন আরেক সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে মাসদাইরে বাড়ি করা মুদি দোকানি ইব্রাহীম হাজীর ছেলে রনিকে ছিনতাইকারী বলে এসআই মিজান। তবে সেই রনির বিরুদ্ধে কোন রকম এ্যাকশন নিতে দেখা যায়নি।

সম্পর্কিত বিষয়: