নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৭:০৫, ২৩ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মানববন্ধন

ঢাকা (কাঁচপুর)-সিলেট মহাসড়কের ৪ লেন সড়ক উন্নতিকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। 
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মহাসড়কের আড়াইহাজারের বান্টি বাজার এলাকার ৪ লেন সড়কের প্রকল্পের স্থানে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার তুহিন মিয়া,  বারেক মোল্লা, মুরাদ মিয়া, মাসুদা বেগম, মোসলেমা বেগম। এসময় আড়াইহাজারে ধুপ্তারা ও পাঁচরুখী মৌজার ক্ষতিগ্রস্থ ৩২ জন জমির মালিক ও তাদের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আড়াইহাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাবু প্রভাব খাটিয়ে সাবেক এমপি নজরুল ইসলাম বাবু জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তার অনুগত ও পছন্দের লোকদের উপযুক্ত মূল্য প্রদান করলেও আমরা ভিন্ন মতের হওয়ায় কোন যৌক্তিক কারণ ছাড়াই সম্পূর্ন অন্যায় ভাবে আমাদের উপযুক্ত মূল্য না দিয়ে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ করা হয়। 


নজরুল ইসলাম বাবুর লোকজন আমাদেরকে জেলা প্রশাসনের প্রস্তাবিত মূল্য মেনে নিয়ে টাকা গ্রহন করার জন্য হুমকি-ধামকি ও চাপ প্রদান করেন। আমরা তাতে রাজি না হয়ে আত্মগোপনে থাকি। কারণ আমাদের পাশের জমি আর,এস ২৪৫ দাগে প্রতি একর ৭ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হলেও আমাদের আর,এস ২৪৪ দাগের মূল্য নির্ধারন করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকা। এভাবে বহু মালিককে উপযুক্ত ক্ষতিপুরন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একমাত্র জমিটুকু দিয়ে দিলে আমাদের কোন জমি অবশিষ্ট থাকবে না। সুতরং আমাদের শেষ সম্বলটুকুর ন্যায্য ক্ষতিপুরন না পেলে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে খোলা রাস্তায় জীবন যাপন করতে হবে। তাই সরকারের কাছে আমরা আমাদেও জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। 


বক্তারা আরও বলেন, আমরা অধিগ্রহনকৃত জমির সঠিক মূল্য পুনরায় যাচাই বাচাই সাপেক্ষে প্রকৃত ন্যায্য ক্ষতিপূরন নির্ধারনের জন্য ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করি। কিন্তু  এই ব্যাপারে জেলা প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় আমরা রাস্তায় মানবন্ধনে দাঁড়িয়েছি। আমরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে জীবন দিবো কিন্তু জমি দিবো না।