নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ২২ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন 

আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আশে-পাশে সহকারী কমিশনার ভুমি শাহনাজ পারভিন বীথি এই কর্মসূচীর উদ্ধোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন আরা খন্দকার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,  আড়াইহাজার থানা প্রেসক্লাব  সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

পরে সহকারী কমিশনার ভুমি এর কার্যালয়ে বিশেষ পরিষ্কার -পরিছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শাহনাজ বীথি। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, জেলা প্রশাসনের সিন্ধান্ত পুরো জেলায় এক দিনে এই অভিযান চালানো হয়েছে। তাছাড়া ও প্রতি ১৫ দিন আমরা নিজ অফিস পরিষ্কার করব।

এদিকে একই সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান পরিষ্কার পরিছন্নতা অভিযানের সূচনা করেন।