নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে ২৬ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:১২, ২২ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২৬ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা মূল্যমানের ৮ হাজার ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. রুবেল হোসেন (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু সানারপাড়ে জোনাকী ফিলিং স্টেশনের সামনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। 

এ সময় ঢাকাগামী "সেইন্টমার্টিন সৌহাদ্য ( ঢাকা "মেট্রো-ব-১৩-২০০১) নামের যাত্রীবাহী বাস থেকে মোঃ রুবেল হোসেন নামের এক যাত্রী কে আটক করে। এ সময় তার নিকট থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. রুবেল হোসেন  চাঁদপুর জেলার শাহবাড়ি থানার টামটা ছৈয়াল বাড়ীর মোঃ আব্দুল মান্নানের ছেলে। 
নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন। 

সম্পর্কিত বিষয়: