নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে নৈশপ্রহরী সিরাজুল হত্যায় গ্যারেজ মালিক আক্তার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৯, ২১ অক্টোবর ২০২৪

বন্দরে নৈশপ্রহরী সিরাজুল হত্যায় গ্যারেজ মালিক আক্তার গ্রেপ্তার

বন্দরে নৈশপ্রহরী সিরাজুল (৬৫) হত্যায় গ্যারেজ মালিক আক্তার হোসেন (৫০) কে গ্রেপ্তার  করেছে র‌্যাব-১১। সোমবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার হড়িবাড়ি জহরপুরস্থ  নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃতকে ওই রাতে বন্দর থানায় সোর্পদ করে। গ্রেপ্তারকৃত গ্যারেজ মালিক আক্তার বন্দর থানার হড়িবাড়ি জহরপুর এলাকার আলী আকবর মিয়ার ছেলে।  

র‌্যাব-১১ কর্তৃক গ্যারেজ মালিক আক্তার হোসেন গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন  বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম । নিহত নৈশপ্রহরী সিরাজুল বন্দর উপজেলার মুছাপুর গ্রামের  মৃত নুরুল ইসলামের ছেলে। 

এর আগর  গত বৃহস্পতিবার রাতে জহরপুর এলাকায় আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে চুরির ঘটনা ঘটে। ওই গ্যারেজে নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন সিরাজুল।  

চুরির অপবাদ দিয়ে নৈশপ্রহরী সিরাজকে গ্যারেজে তিনদিন গ্যারেজে আটক করে শারীরিক নির্যাতনের পর পিটিয়ে হত্যা করে গ্যারেজ মালিকসহ তার সাঙ্গপাঙ্গরা। 
 

সম্পর্কিত বিষয়: