নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪০, ১৭ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

আড়াইহাজারে কামরুজ্জামান ভুইয়া ওরফে মুকুল (৫১) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাও গ্রামে অভিযান চালিয়ে বিক্রির সময়  হাতে-নাতে আটক করে তাকে এ সাজা প্রদান করা হয় । সাজাপ্রাপ্ত মুকুল ওই গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো, খোরশেদ আলম জানান, মুকুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। ইতিপূব্যে একাধিকবার সে গ্রেপ্তার হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। ঘটনার দিন গোপনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে বিজয় নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় মাদক বিক্রি ও সেবনের সময় হাতে-নাতে আটক করে মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

এ সময় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিবসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।