নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

বন্দরে বেকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট : আহত ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ১৫ অক্টোবর ২০২৪

বন্দরে বেকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট : আহত ১

বন্দরে ব্যবসায়ী বিরোধের জের ধরে মোস্তাফিজুর রহমান (৩৭) নামে এক বেকারী ব্যবসায়ীকে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে তারেই ব্যবসায়ী  র্পাটনার মুকিতসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 

ওই  সময় হামলাকারিরা কুশিয়ারাস্থ ফ্রেন্ডস ফুড প্রোডাক্টসে ব্যাপক ভাংচুর চালিয়ে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে নগদ ৬২ হাজার ৫'শ টাকা লুট করে নিয়ে যায়।  স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 

সন্ত্রাসী হামলায় আহত বেকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বন্দর থানার কদম রসুল এলাকার মৃত এ এফ এম আব্দুর রহমান মিয়ার ছেলে।  এ ব্যাপারে উল্লেখিত ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে মঙ্গলবার (১৫ অক্টোবর)  দুপুরে ব্যবসায়ী র্পাটনার মুকিতসহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর)  সকাল সাড়ে ৬টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। হামলাকারি ব্যবসায়ী র্পাটনার মুকিত বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ গোলাম আসাদ রোড এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।