বন্দরে মিনান স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক নির্মাণাধীন রোলিং মিলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হলেও পুলিশ বলছে। গত রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নাইট গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ৭টি মোবাইল সেট সহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মিলের ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান,গত রোববার রাত আড়াই টার দিকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় নাইটগার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বেঁধে ফেলে।
পরে ট্রাক ভেতরে ঢুকিয়ে ইলেকট্রনিক মোটর, তামা পিতলের তাঁর সহ মূল্যবান যন্ত্রপাতি লুট করে ট্রাক যোগে নিয়ে যায়। পরে অফিস ও নির্মাণ শ্রমিকদের কক্ষে প্রবেশ করে নগদ এক লাখ টাকা ও ৭টি মোবাইল সেট লুটে নিয়ে গেছে।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, নির্মাণাধীন স্টীল মিলে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।