সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৪০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’র ২য় দিন সোমবার (১৪ অক্টোবর) সোনারগাঁও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদের সহযোগিতা করেন নৌ পুলিশ ফাড়িঁ। এই সময় মৎস্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরআগে নিষেধাজ্ঞার প্রথম দিন রবিবার বিকেলে আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করে আড়াইহাজার উপজেলা মৎস্য অফিস।