নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানা কম্পাউন্ডে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক হাজী মোমেন খান, যুগ্ম সম্পাদক মোঃ ফজল হোসেন, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন, পরিবহন ব্যবসায়ী শেখ আলমগীর হোসেন আপেল, মাওলানা আমজাদ হোসেন, মুফতী মহিউদ্দিন ও ছাত্র আশরাফুল ইসলাম ইমন প্রমূখ ।
এছাড়াও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবক, মালিক শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপস্থিত লোকজন মহাসড়কের চলাচলে বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন এবং হাইওয়ে পুলিশকে আইন প্রয়োগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।