শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ।
শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দরের ১নং ঢাকেশ্বরী দেব মন্দির পূজা মন্ডপ, কদম রসুল শ্রী শ্রী শিব কৃষ্ণ মন্দির পূজা মন্ডপ, একরামপুর পূজা মন্ডপ, শ্রী শ্রী গৌর নিতাই বিগ্ৰহ মন্দির পূজা মন্ডপ, ইস্পাহানী জেলেপাড়া শ্রী রাধাকৃষ্ণ ও দূর্গা মন্দির পূজা মন্ডপ, বন্দর বাজার পূজা মন্ডপ, মদনগঞ্জ বটতলা শ্রী শ্রী লাল জিউর আখড়া পূজা মন্ডপ, কলাগাছিয়া শুভকরদী পূজা মন্ডপ, সাবদী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
এসময়ে মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতির খোঁজখবর নেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাসির উল্লাহ টিপু, সোহেল খান বাবু, ইকবাল হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন সোহেল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন সানু, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, যুবদল নেতা খায়রুল কবির মুন্না, মিনহাজুল মিঠু, সম্রাট হাসান সুজন, অদুদ সাগর, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।