নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বন্দরে বিএনপির মিলাদ ও দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ১১ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বন্দরে বিএনপির মিলাদ ও দোয়া 

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় বন্দর আবাসিক এলাকায়  রুপারী  ভূমি অফিসের সামনে এ  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বন্দর থানা বিএনপি  সভাপতি ও সাবেক ২০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব  শাহেন শাহ্  আহম্মেদ। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  আমাদের এই বাংলাদেশ  নতুন করে স্বাধীন হত না যদি না এ দেশের ছাত্ররা আলন্দোলন না করতো এই খুনি হাসিনার সরকার যতদিন দেশ চালিয়েছে ততদিন এই দেশে লুটপাট করে চালিয়ে দেশকে খালি করে এখন পালিয়পছে। তাই আমরা যারা বিএনপি করি  তাদের মধ্য ও সৈরাচারীদের  আত্মা ঢুকে গেছে তাই সবাই সাবধান থাকবেন। 

বিএনপির নাম করে যারা সন্ত্রাস চাঁদাবাজি করবে এবং দলের বদনাম করবে তাদেরকে এই বন্দরে মাটিতে জায়গা দেয়া হবেনা। তারা আমাদের দলের কেউনা, একটি পরিবারের লোক। আমরা তারেক জিয়া, নজরুর ইসলাম আজাদ ও সাখাওয়াত ভাইয়ের রাজনীতি করি, কোন পরিবারের রাজনীতি করিনা।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরন করছি এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন।এবং নিহতদের বেহেস্ত নসীব করেন। 

কাজল প্রধানের সভাপতিত্ব ও সাখাওয়াত হোসেন পিংকির সঞ্চালনায় অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন শিশির, বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, যুবদলের নেতা পারভেজ খান, ইউসুফ আলী টিপু, সোহেল খান বদু, নাছিরুল্লাহ টিপু বক্তব্য রাখেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সোয়েব, বাবু, রাকিব, রমজান, সাগর, রাসেল, নাদিম, কামাল, নাদিম ছোট, মারুফ, ছোট আমির, বিল্লু, প্রিতম, রাজ, সুমন, ইয়াছিন, মানিক, রুবেল, সিয়াম, রিমন প্রমুখ।