
বন্দরে জামাতার সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে শ্বাশুড়ী সাদিকা সুলতানা তন্নী (৪৫) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টা থেকে সোয়া ২টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরস্থ সোহেল রানা ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারিনী শ্বাশুড়ী সাদিকা সুলতানা তন্নী উল্লেখিত এলাকার সালাম দেওয়ান মিয়ার মেয়ে। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, শ্বাশুড়ী সাদিকা সুলতানা তন্নী জামাতার বাড়িতে বসবাস করত। ভিকটিমের মেয়ে তাসনিমকে তার স্বামী কারণে-অকারণে মাঝেমধ্যেই গালি-গালাজ এবং মারপিট করতো। উক্ত কারণে রাগে ক্ষোভে সে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
লাশ উদ্ধারকারি কর্মকর্তা, বন্দর থানার এসআই (নিঃ) মোঃ হুমায়ুন গণমাধ্যমকে জানান, ভিকটিমের মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।