নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুস সাত্তার ওরফে এস টি সাত্তারকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১ ব্যাটেলিয়ানের একটি আভিযানিক দল। বিকেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব -১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবির হোসেন জানান, গ্রেফতারকৃত এস টি ছাত্তার উপজেলার খৈশার এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
র্যারের এই কর্মকর্তা আরও জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় অস্ত্র প্রদর্শন করে অন্যের জমি দখল, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগসহ বিভিন্ন অপকর্ম করেছে যুবলীগের সন্ত্রাসি এস টি ছাত্তার ও তার সহযোগিরা।
সাত্তারের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, ইউনিয়ন পরিষদে হামলা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২ টি মামলা রয়েছে। তার সহযোগী গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে রয়েছে ৪ টি মামলা। সরকার পরিবর্তনের পর থেকে এস টি সাত্তার ও তার সহযোগি আলামিন আত্মগোপনে ছিল।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে খৈশার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে র্যাব জানিয়েছে।