আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে একটি বিস্ফোরক ও লুটপাটের মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওই মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার সদর পৌরসভার লাখুপুরা গ্রাম থেকে আব্দুল্লাহ সিকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সোহরাব সিকদারের ছেলে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এর সত্যাতা নিশ্চিত করেছেন।