বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলামের পিতা, আড়াইহাজার গোপালদী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা (৯৮) আর নেই।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা জামাতের আমির মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, আড়াইহাজারের দক্ষিণের আমির মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, গোপালদী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. আব্দুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।