
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার এবং মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মিজারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজার ঘাটলার পাশে মোটরসাইকেল রাখা নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় আব্দুস সালাম এবং জান্নাতুল ফেরদৌস সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মিরাজুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আমি মোগরাপাড়া ঘাটলার মোড়ে আমার মটরসাইকেলটি রাখি। মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আমাকে বলে যে, বাইক সরাতে। আমি বাইক সরাতে না চাইলে আসামি আব্দুস সালামের সাথে তর্ক বিতর্ক হয়। পরে আমাকে কিল, ঘুষি, মারিয়া মাটিতে ফেলে দেয়। পরে আসামি জান্নাতুল ফেরদৌস হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়া আমার ঘারে ও পিঠে কোপ মারিয়া রক্তাক্ত জখম করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস বারী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।