ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে কেউ এক টাকাও চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে তাকে বেঁধে রেখে আমাদের খবর দিবেন অথবা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। বিএনপি শান্তি প্রিয় দল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা তাদের মতো হতে চাই না।
আমরা নতুনভাবে বাঁচতে চাই। চাঁদাবাজ মুক্ত দেশ চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একনিষ্ঠ কর্মী আমাদের বিপদের কান্ডারী আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশনায় সোনারগাঁকে চাঁদাবাজ মুক্ত করতে চাচ্ছি। আপনারা কেউ কোনো চাঁদা দেবেন না।
মঙ্গলবার (৮ অক্টোবার) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সিএনজি, অটো রিকশা এবং বাস স্ট্যান্ডে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর প্রধান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যদি কোনো চাঁদাবাজ আমাদের দলের কিংবা বিরোধী দলেরও হয়। তাদেরকেও এক চুল ছাড় দেয়া হবে না। আমরা চাঁদাবাজ মুক্ত সোনারগাঁ গড়ার লক্ষে বদ্ধপরিকর।
এসময় সোনারগাঁ থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেনসহ মোগরাপাড়া চৌরাস্তা সকল গাড়ি চালক ও কয়েশ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।