নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

বন্দরে ২০নং ওয়ার্ড কাউন্সিলর অফিস এখন বিএনপি’র কার্যালয়!

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ৭ অক্টোবর ২০২৪

বন্দরে ২০নং ওয়ার্ড কাউন্সিলর অফিস এখন বিএনপি’র কার্যালয়!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়টি বর্তমানে বিএনপি’র অফিসে রূপান্তরিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শাহেনশাহর বিরুদ্ধে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সারাদেশের ১২সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে অপসারণ এবং ওয়ার্ডের সকল কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ জারি করলেও সেসবের তোয়াক্কা না করে এখনো ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক সদ্য অপসারিত কাউন্সিলর বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহাম্মেদ। 

খবর পেয়ে শাহেনশাহর বিরুদ্ধে সরকারি দপ্তর রাজনৈতিক কাজে ব্যবহার না করার জন্য ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন লোক মাধ্যমে নোটিশ প্রদান করলেও কর্তৃপক্ষের প্রেরিত সেই নোটিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বীরদর্পে কার্যালয়টিতে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে শাহেনশাহ আহাম্মদ। 

শুধু তাই নয়, ইতোমধ্যে সে সিটি কর্পোরেশনের ওই অফিসটিতে তার দলীয় নেতৃবৃন্দের ছবিও সাঁটিয়ে রেখেছেন। ঘটনাটি গোটা ২০নং ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি করে। শাহেনশাহর অব্যাহত কর্মকান্ড প্রসঙ্গে বলতে গিয়ে না প্রকাশ না করার শর্তে ওয়ার্ডের জনৈক বাসিন্দা জানান,এটা সিটি কর্পোরেশনের কার্যালয় নাকি বিএনপির রাজনৈতিক কার্যালয়। 

সরকারি অফিসে কোন পার্টির নেতা-নেত্রীর ছবি থাকতে পারে তা আমার জানা নেই। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কি এসব দেখেনা। 

এ ব্যাপারে শাহেনশাহ আহাম্মদের যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়টি রাজনৈতিক কাজে ব্যবহারের খবর পেয়ে তাদেরকে নোটিশ দিয়েছি কিন্তু তারা আমাদের নির্দেশ অমান্য করে তারা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। 

বিষয়টি লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আশা করছি এ বিষয়ে দ্রুত নির্দেশনা এলে অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।