ফতুল্লার মুসলিমনগর এলাকায় বাউল গানের নামে ক্লাব দিয়ে নারীদের নাচিয়ে গান গাইয়ে যুবকদের সর্বশান্ত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা।
এসময় তারা মিল সংলগ্ন সানীর ক্লাব ও বক্তাবলী ঘাটের সামনে আকবর সরকারের ক্লাবে ইমাম ও মুসল্লিরা দ্বীনের দাওয়াত নিয়ে হাজির হন। তখন ক্লাবের লোকজনদের অশ্লীলতা ছেড়ে দ্বীন ইসলামের পথে আসার আহবান জানান এবং ক্লাব বন্ধ রাখার অনুরোধ করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এশার নামাজের পরে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ শেষে বক্তারা হ্যান্ড মাইকে বলেন, এলাকার অনেক নারী এসে অভিযোগ করেছে তাদের স্বামীরা সারাদিন কাজ করে যে টাকা উপার্জন করেন তা সবই গানের ক্লাবে গিয়ে রাত কাটিয়ে নারীদের হাতে দিয়ে আসেন। এতে সংসারে অভাব অনটন ও অশান্তি লেগেই থাকেন।
দীর্ঘদিন ধরে অনেকের সংসারে এ সমস্যায় ভোগছেন নারীরা। ক্লাব গুলোতে বাউল গানের নামে নারীদের নাচিয়ে গান গাইয়ে যুবকসহ বিভিন্ন বয়সের পুরুষদের আকৃষ্ট করেন। এতে মারাত্মক অশ্লিলতা রয়েছে। যা দেখে পুরুষরা প্রতিদিন ক্লাব গুলোতে রাত কাটায়। এভাবে ক্লাব গুলো চলতে দেয়া যায়না।
বক্তারা আরো বলেন, ফতুল্লার পাগলা মেরিএন্ডারসনের সামনে, ফতুল্লা লঞ্চ ঘাটের পাশে বলুর মাঠে, জেলা পরিষদ চাঁনমারী এলাকায়, চাঁনমারী মাজারের কাছে আর্মী মার্কেটে, পঞ্চবটি এলাকায় এধরনের আরো ৬/৭টি গানের ক্লাব রয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কি ভাবে এসব গানের ক্লাব চলে আমরা থানা পুলিশের কাছে জানতে চাই।