নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কে মারধর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১১, ৩ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কে মারধর

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. রবিউল ইসলাম রানা (৩২) নামে গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক সমন্বয়ককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রবিউল ইসলাম রানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

ভুক্তভোগী রবিউল ইসলাম রানা সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী নাভানা সিটি এলাকার মো. হাফিজ মোল্লা (৪৫), নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার শহিদুল সরকারের ছেলে মো. হালিম সরকার (৪২) ও একই এলাকার মো. জহিরুলের ছেলে মো. নুর নবী (২৬) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন।

অভিযোগে বাদী রবিউল ইসলাম রানা উল্লেখ করেন, সে সিটি কর্পোরেশনের অনুমতি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী হইতে কদমতলী গ্যাস লাইন পর্যন্ত বাসা-বাড়ির গৃহস্থালী বর্জ্য পরিস্কার করে আসছে।

অভিযুক্তরা বিভিন্ন সময় তার নিকট চাঁদা দাবি করে আসছে। সে তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে কাজ করতে দিবে না বলে হুমকিসহ ভয়-ভীতি প্রদান করতো। 

গত বুধবার (২ অক্টোবর) অভিযুক্তরা সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন কদমতলীতে তার ময়লা ফেলার গাড়ীর নিকট এসে তারা তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

রবিউল ইসলাম রানা তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাদের দাবিকৃত চাঁদা আদায়ের জন্য তাকে মারধর করে এবং তার ময়লা ফেলার গাড়ী আটক করে তাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদান করে। 

এসময় অভিযুক্তরা তাদের দাবিকৃত চাঁদা না দিলে তাকে খুন-জখম সহ ময়লা পরিষ্কারের কাজ করতে দিবেনা বলে হুমকি দিয়ে তাড়িয়ো দেয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জানায়, অভিযোগের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।