নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

মুহাম্মদ (স.) কে কটুক্তি, প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ২ অক্টোবর ২০২৪

মুহাম্মদ (স.) কে কটুক্তি, প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ  

ভারতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যে কারী পন্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নিতিশ রানের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন মডেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২ অক্টোবর)  সকাল কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের শিমরাইল মোড় হয়ে পূনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্য গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না। 

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করী পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতিশ রানের কে অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি।