নারায়ণগঞ্জের বন্দরে রেলওয়ের পুুকুর থেকে অজ্ঞাত নামা (৫৫) বছরের এক বৃদ্ধা নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজের পশ্চিম পাশের রেলওয়ের পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতর গায়ে ছিল রয়েল নীল কালার ব্লাউজ।
এদিকে এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে। সেই সাথে অজ্ঞাত বৃদ্ধার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।