নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটতরাজদের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটতরাজদের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান'র নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও লুটতরাজের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

এসময়ে আড়াইহাজারের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও লুটতরাজের বিরুদ্ধে শ্লোগান দেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 

 

সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) দুপুরে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি আড়াইহাজার চৌরাস্তা থেকে শুরু করে উপজেলায় দিয়ে সফর আলী কলেজ হয়ে আবারও উপজেলা হয়ে আবার চৌরাস্তায় এসে শেষ হয়। 

 

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে বক্তব্যে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আড়াইহাজারে পাহারায় রয়েছে। আড়াইহাজারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজের কোনো স্থান। আর ছাত্রদলে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের জানমাল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান নিরাপত্তায় ছাত্রদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। 

 

এসময়ে আরও উপস্থিত ছিলো, ব্রাক্ষন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, গোপালদী পৌর ছাত্রদল নেতা সোহাগ, হাইজাদী ইউনিয়ন ছাত্রদল নেতা মিলন,খাগকান্দা ইউনিয়ন ছাত্রদল নেতা জিসান, আশিক, তৌহিদুল, সবুজসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।