নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

বেতন পরিশোধ না করে কারখানা লে-অফ : সড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বেতন পরিশোধ না করে কারখানা লে-অফ : সড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে শ্রমিকদের বকেয়া বেতনের টাকা পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। দীর্ঘ ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে এবং তাদের কত মাসের বেতন বকেয়া রয়েছে তা শোনেন। 

পরে শ্রমিকদের বুজিয়ে বকেয়া বেতনের টাকা আদায়ের আস্বস্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এবং কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে সমাধান চেষ্টা করার আশ্বাস দেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত অবন্তী কালার টেক্স নামক গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে। 

শ্রমিকরা জানান, অবন্তী কালার গার্মেন্টের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন এবং স্টাফদের ৭/৮ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের টাকা না দিয়ে মালিকপক্ষ নানা ধরনের তালবাহানা করতে থাকে। বেতন না পাওয়ার ফলে বাসা ভাড়া, দোকান বাকী সহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ দিতে সমস্যায় পোহাতে হচ্ছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) বকেয়া বেতনের টাকা দেয়ার কথা ছিল। কিন্তু শনিবার কারখানার মুল ফটকে লে-অফ ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দেয়া হয়। শ্রমিকরা লে-অফ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকরা একত্রিত হয়ে রাজপথে নেমে আসে। 

তারা শান্তিপূর্ণ আন্দোলন করে। একপর্যায়ে তারা ঢাকা- মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনীসহ পুলিশ তাদের বুজিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

পরে সেনাবাহিনী কয়েকজন শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে সমাধান করার আস্বস্ত করা হয়।