বন্দরে নিখোঁজের ৩ দিন পর অনিক (২০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর সাবদী এলাকার জনৈক মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেতের ভিতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনিক বন্দরের সেলসারদী গোসাইবাড়ি এলাকার নাসিরউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার থেকে নিখোঁজ ছিল অনিক। সে একজন মৃগী রোগী। অসাবধানতা বশত সে হয়তো ধঞ্চে ক্ষেতের পানিতে পড়ে গিয়েছিল।
শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সারা শরীরে পচন ধরেছিল বলে ওসি জানান।