৫ আগস্ট স্বৈরাচার সরকারের পলায়নের পর থেকে বন্ধ থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভূক্ত বন্দরে দুটি স্ট্যান্ড এর টোল আদায় নিয়ে দীর্ঘ দিনের সৃষ্ট দ্বন্দ্বের পর অবশেষে সমঝোতায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শিক্ষার্থী ও ইজারাদারদের উপস্থিততে আলোচনার মাধ্যমে দীর্ঘ দিনের সমম্যা নিরসন হয়। বন্দর ও নবীগঞ্জ সিএনজি ও অটোচালকদের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনাসহ তা সমাধানের চেষ্টা করার মাধ্যমে দীর্ঘ দেড় মাসের এ অরাজকতার অবসান ঘটে। আলোচনা সভায় সবার সম্মতিক্রমে যৌক্তিক সমাধানে সবাই একমত পোষন করেন।
আয়োজনে বন্দর ১নং খেয়াঘাট রোড ও পার্শ্বস্থ সিএনজি স্ট্যান্ডে পার্কিং করা যানবাহন থেকে টোল আদায় করার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং কোন চালকের কাছ থেকেই দিনে একবারের বেশি টোল নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অন্যদিকে নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার ইজারাদারদেরকে শুধুমাত্র সেখানে অবস্থিত সিএনজি স্ট্যান্ড ও নবীগঞ্জ বাজার এলাকার স্ট্যান্ড থেকে টোল আদায় করা যাবে। কোন চালকের কাছ থেকেই দিনে একবারের বেশি টোল নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় মধ্যস্থতা করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, বন্দর খেয়াঘাট সিএনজি স্ট্যান্ড এর ইজারাদার মাহবুব হোসেন ডিউক, নবীগঞ্জ স্ট্যান্ড এর ইজারাদার সোলাইমান রানা, বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিবর্গ।