নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

অবশেষে পরিবেশ দুষনের অভিযোগে ডংজিং লংজি ব্যাটারী কারখানা বন্ধ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে পরিবেশ দুষনের অভিযোগে ডংজিং লংজি ব্যাটারী কারখানা বন্ধ  

নারায়ণগঞ্জ বন্দরে চায়না মালিকাধিন ডংজিং লংজি বিডি নামক ব্যাটারী তৈরি কারাখানা পরিদর্শন করে পরিবেশ দুষনের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে শিক্ষার্থী ও গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উল্লেখিত কারখানা পরিদর্শনের পর  বন্ধ করার ঘোষনা দেন।  

ওই সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কর্মকর্তা রায়হানুল ইসলাম, কলকারখানা পরিদর্শক নেসার উদ্দিন আহাম্মেদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমন আল জাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনসহ একাধিক টিম ব্যাটারী কারখানা পরিদর্শনের পর তদন্ত করে কাগজপত্রসহ ব্যাপক অনিয়ম পান।

পরে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন। দীর্ঘ ১০ বছর যাবত এ কারখানা থেকে তরল বর্জ্য ও নির্ঘত ধুয়ায় এলাকার পরিবেশ চরম ভাবে দুষিত হতে থাকে।

উল্লেখ্য, পরিবেশ দুষনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে বার বার বলেও কর্তৃপক্ষ কর্নপাত না করায় গতকাল মঙ্গলবার ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবেরোধ করে।

ওই সময় দুই পক্ষের সংঘর্ষের ৪০জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায়  পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনার পর গতকাল সরকারের উচ্চ পর্যায়ের টিম কারখানা পরিদর্শন করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়।
 

সম্পর্কিত বিষয়: