নারায়ণগঞ্জের ফতুল্লায় দুইটি ডাইং ও একটি হোসিয়ারি কারখানা সহ আবাসন প্রকল্পের ২৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তামশিদ ইরাম খান এর নের্তৃত্বে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি এলাকায় চাঁদনি হাউজিং নামে একটি আবাসন প্রকল্পে ও আশপাশের কয়েকটি শিল্প কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় বিচ্ছিন্ন করা হয় দুইটি ডাইং কারখানা ও একটি হোসিয়ারি কারখানা সহ আবাসন প্রকল্পটির ২৫০ টি অবৈধ গ্যাসের সংযোগ। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালিরা এই অবৈধ সংযোগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ফলে অবৈধ সংযোগগুলোর কারণে বৈধ গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না।
তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলি মশিউর রহমান জানান, চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পে তিন থেকে চার শতাধিক বাড়িতে প্রায় দুই হাজার পরিবার বসবাস করেন। এখানে তিন তলা থেকে শুরু করে আট তলা নয় তলা পর্যন্ত ভবনও রয়েছে। অধিকাংশ বাড়িতেই অবৈধ সংযোগ ও অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও স্থানীয় মাফিয়া চক্রের ছত্রছায়ায় পুনরায় সংযোগ স্থাপন করা হচ্ছে। অভিযানের সময় আমাদের উপর হামলাও করা হয়েছে। তবে এখন রাজনৈতিক কোন প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। আমরা প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান চালাবো।
তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক আরও বলেন, যে কোন ভাবেই হোক ফতুল্লা ও নারায়ণগঞ্জকে আমরা অবৈধ সংযোগ মুক্ত করব। আমরা মাফিয়া চক্রের সদস্যদের তথ্য ও তালিকা প্রস্তুত করছি। অচিরেই তাদের বিরুদ্ধে আমরা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ সংযোগ বন্ধে নিয়মিত আমাদের অভিযানও চলমান থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলি মোস্তাক মাসুদ মো: ইমরানসহ প্রকৌশলিরা।