নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

বন্দরে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চাঁদাবাজদের আস্তানা বন্দরে রাখবনা এ শ্লোগানে বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বিকেল ৪টায় বন্দর থানার স্কুলঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিল পর সংক্ষিপ্ত  এক পথ সভায় বন্দর থানা যুবদলের উদিয়মান নেতা হুমায়ন কবির বলেন, চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে  বন্দরে শান্তি প্রিয় জনগন।

দীর্ঘ দিন ধরে চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে আছে বন্দর অটো ও সিএনজি স্ট্যান্ডের সাধারণ শ্রমিকসহ ব্যবসায়ী সমাজ। চাঁদাবাজদের কঠিনহস্তে দমন করা হবে। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য প্রয়োজনে  আপনারা সেনাবাহিনীর সহযোগিতা নিবেন।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদল নেতা সজিব, রাসেল, আলমগীর, পাভেল,আরিফ, মডেল বাবু, আনিছ, নারায়ণ, জুয়েল ও রাসেল প্রধানসহ বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দ।