সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লায় আবু বক্কর সিদ্ধিক (২৫) এবং জনি (২৬) নামে দুই যুবকের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যা হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
চিকিৎসা শেষে রাতেই আহত আবু বক্কর সিদ্ধিক আবির (১৮), রিদয় (২০) সুজন ওরফে দনা পট্রি (২৬), বিল্লাল (১৯), ওয়াসিম (২০), এমদাদুল (২০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলাকরীরা সবাই পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে পাইনাদী নতুন মহল্লার ধনু হাজী রোড ব্রীজের ওপরে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তরা সবাই মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এর সাথে জড়িত। বাদীর বন্ধুর ছোট ভাই রনি (২০) এর সহিত ওয়াসিমের সাথে গত শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির সৃস্টি হয় এনিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। এর জের ধরে শনিবার দিবাগত রাত ৮টার দিকে পাইনাদী নতুন মহল্লা এলাকায় ধনু হাজী ব্রীজ এর উপরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র সুইচ গ্রেয়ার এসএস পাইপ, চা পাতি, দা, চাইনিজ কুড়াল ও কাঠের ডাসা নিয়ে অতর্কিতভাবে হামলা আবুবকর সিদ্দিক ও তার বন্ধু জনি (২৬) এর উপর হামলা চালায়।
এসময় তারা এসএসপাইপ, কাঠের ডাসা দিয়ে এলোপথারী বেধড়ক মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে চা পাতি দিয়ে কুপিয়ে আবুবর সিদ্ধিকের মাথায় বাম পাশের পিছন সাইটে গভীর ক্ষত ও গুরুতর রক্তাক্ত জখম করে।
তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা গুরুতর আহত দুজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগমত পেলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।