নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লা ও বন্দরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ও আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লা ও বন্দরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ও আত্মসমর্পণ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে ফরাজীকান্ডা এলাকা থেকে সুজন মীর নামে ১জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত সুজন মীরের বিরুদ্ধে দুটি মামলা ও একটি জিডি রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

একইসাথে, যৌথ বাহিনীর অভিযানে ফতুল্লায় থানায় শাওন নামে এক ব্যক্তি হাজির হয়ে মুচলেকা ও অঙ্গীকার নামা দিয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ বলেন, বেশ কয়েকটি ঘটনায় উস্কানিদাতা হিসেবে শাওন নামে এক ব্যক্তির বিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে শাওনের বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালায় যৌথ বাহিনী, কিন্তু সে তখন বাড়িতে ছিলো না। অভিযানের পর শাওনের বাবা আজ তার ছেলেকে আমাদের থানায় হাজির করে। থানায় হাজির হয়ে সে এ ধরনের কোনো কর্মকান্ডে আর জড়িত হবে না বলে মুচলেকা ও অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু সে পুলিশের নজরদারীতে রয়েছে। অভিযোগগুলোর সত্যতা পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 

সম্পর্কিত বিষয়: