গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. হারুনকে (৪০) সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া জানান, সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হারুন জিজ্ঞাসাবাদে জানান, গত ২০১৯ সালের মে মাসে ডিএমপির রমনা থানার পুলিশ সদস্যরা তাকে হেরোইনসহ গ্রেপ্তার করেন। পরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হারুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হন।
এক পর্যায়ে বন্দিরা দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভাঙতে থাকলে তা প্রতিহত করা হয়। এ সময় অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি বেয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যান এবং গুলিবিদ্ধ হয়ে ছয়জন বন্দি মারা যান।