নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় শামীম ওসমানসহ আসামি ২৭০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৬:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় শামীম ওসমানসহ আসামি ২৭০

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আাসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার  আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। 

নিহত শিক্ষার্থী মো. রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বুধবার রাতে নিহত ছাত্র রাব্বী মিয়ার বড় ভাই মো, অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলার আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্র-ছাত্রী ও জনতার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ও সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে।

গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মামলার আসামি শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিনের নির্দেশে উল্লেখিত অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বী মিয়া গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন :

১। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত এ.কে.এম শামসুজ্জোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ।

২। শাহ নিজাম (৫৬), পিতা- শাহ নুর উদ্দিন সাং- চাষাড়া নারায়ণগঞ্জ।

৩। ইয়াসিন (৬২), পিতা- মুলফত আলী, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

 ৪। আজমেরি ওসমান (৪৫), পিতা- মৃত নাসিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া,নারায়ণগঞ্জ।, 

৫। আলহাজ্ব মোঃ - মজিবর রহমান (৭৮), পিতা- মৃত রজ্জব আলী, সাং মিজমিজি, নারায়ণগঞ্জ।

৬। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ, 

৭। মতিউর রহমান মতি (৫৫), পিতা- মৃত বাদশা মিয়া, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।

৮। আশরাফ (৪৮), পিতা- বাচ্চু মিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ  

 ৯। পানি আক্তার (৩৮), পিতা- আবদুল করিম, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। 

১০। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১১। ভাগিনা মামুন (৪০), পিতা- আতাউর রহমান মাষ্টার, সর্বসাং- আইল পাড়া, সুমিল পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১২। নুরউদ্দিন মিয়া (৫৫),  ১৩। নুর ছালাম (৬৫), ১৪। জজ মিয়া (৫৫), ১৫। নুরুল ইসলাম (৬৮), সর্ব পিতা- মৃত         বদরউদ্দিন, সাং-শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১৬। শাহজালাল বাদল (৪২), পিতা- নুর সালাম সাং- শিমরাইল, চিটাগাংরোড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১৭। আব্দুল হাই মেম্বার (৬০), পিতা- মাইনউদ্দিন সাং- ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

 ১৮। মোঃ কবির হোসেন (৪২), সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১৯। মোঃ মজিবুর রহমান (৫২), পিতা-মুল্লুক চাঁন মিয়া, পশ্চিম কলাবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২০। মোঃ আল আমিন (৩০), ছাত্রলীগ নেতা, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২১। মোঃ আমিনুল ইসলাম (৩৫), যুবলীগ নেতা, পিতা- আলী মিয়া, পূর্ব কলাবাগ,থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২২। ইব্রাহিম (৩০), পিতা- করিম সরকার, পূর্ব কলাবাগ,থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৩। চায়না মাসুদ (৩৫), থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৪। বাবু (৩৮), পিতা- শফিক, কদমতলী, আদমজী নগর, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৫। মোঃ জয়নাল (৪৫), তাতী লীগ ৫নং ওয়ার্ড, পিতা- গোলজার হোসেন, পশ্চিম কলাবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৬। আনোয়ার হায়াত হিমেল (৩৮), সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড যুবলীগ,  থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৭। মিজানুর রহমান (৩৮), সাধারণ সম্পাদক, তাতীলীগ, ঢাকা মহানগর দক্ষিণ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৮। মিনহাজর রহমান (রাইয়ান) (২৫), মহানগর ছাত্রলীগ নেতা, পিতা- হাবিবুর রহমান, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৯। শরীফ হোসেন ইরান (৩৮), সভাপতি ৫ নং ওয়ার্ড যুবলীগ, পিতা- আলী আকবর মুন্সী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩০। রানা (৩০), স্বেচ্ছাসেবক লীগ, পিতা- রূপচাঁন মিয়া, বেপারী পাড়া ০৫ ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩১। বশির আহম্মেদ (৪৮),  যুবলীগ নেতা, পিতা-সিরাজ মিয়া, জালকুড়ি মাতবর বাজার, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩২। আমিনুল হক রাজু (৫৩), সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা- নারায়ণগঞ্জ।

৩৩। রাকিব (২৮), ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৪। মোঃ আরিফ (২৪), ছাত্রলীগনেতা ২নং ওয়ার্ড, পিতা- হাবুল ড্রাইভার,  থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৫। মুন্না (২৮), ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড, পিতা- নাজমুল, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৬। দোলন (৩০), সেচ্ছাসেবক লীগ ২নং ওয়ার্ড, পিতা- ফজর আলী থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৭। শান্ত (২৫), ছাত্রলীগ ৫নং ওয়ার্ড, পিতা- জাকির মিয়া, বড় বাড়ী, পশ্চিম কলাবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৮। আব্দুল হামিদ (৫৮), ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা, পিতা- মৃত হযরত আলী, আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩৯। গুজালিটন (৪৫), ছাত্রলীগ লীগের আহব্বায়ক, ৬নং ওয়ার্ড, পিতা- আঃ রব, শিমুলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

৪০। হীরা (৪০), যুবলীগ নেতা, পিতা- রেহান সাহেব, শিমুলপাড়া ৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪১। শাহজাহান সাজু (৫৮), পিতা- অজ্ঞাত, রসুলবাগ ৩নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪২। রায়হান শরীফ (৩২), যুবলীগ নেতা, পিতা- মজিবুর, পাগলাবাড়ী, ১নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৩। মোঃ সালাউদ্দিন (৩৫), যুবলীগ নেতা, পিতা- নিয়াজউদ্দিন, বাগানবাড়ী, ৪নং ওয়ার্ড,থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৪। সামাদ ব্যাপারি (৫২), পিতা- আঃ মান্নান ব্যাপারি সাং- পাইনাদী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৫। হাবিবুল্লাহ হবুল (৫০), পিতা- আহসান উল্লাহ, সাং- ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৬। মতিউর রহমান সাগর (৩৭), পিতা আতাউর রহমান, সাং- কলাবাগপূর্ব, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৭। হান্নান (৪২), পিতা- ইউসুফ মিয়া, সাং- মুনলাইট, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৮। মাহবুবুর রহমান (৪৯), পিতা- বাদশা মিয়া, সাং- আইলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪৯। রুহুল আমিন (৪৬) পিতা- মৃত আতাউর রহমান, সাং- এস ও মন্ডল পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫০। মোঃ খোরশেদ আলম (৫০), ৫১। মোঃ সাইদুল আলম (৪৮) উভয় পিতাঃ আমানত আলী, সাং- পূর্বকলাবাগ থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫২। তানজিম কবির সজু (৪০), পিতা হুমায়ুন কবির, সাং- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৩। মোঃ নাজিম উদ্দিন নাজু (৬৫), পিতা- সমিরউদ্দিন, সাং- মিজমিজি, কান্দাপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৪। মাসুম শেখ বুশরা ট্রেডার্সের মালিক (৫১), পিতা- অজ্ঞাত, সাং- সিমাডাইং, জালকুড়ি থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৫। তাজিম বাবু (৫৫), পিতা-মৃত সাহেদ আলী, সাং- মুন্সিপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৬। সালাউদ্দিন আনি (৪২), পিতা- মৃত সামসুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৭। মোঃ হিরা (৩৮), পিতা- জালাল, সাং-- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৮। আমির ভান্ডারী (৬০), পিতা- মাইনউদ্দিন, সাং- আটি ওয়াবদা কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৫৯। লোকমান (৬২), পিতা- লুৎফর রহমান, সাং বাঘমারা, সানার পাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬০। আলাউদ্দিন খান (৫৫), সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মুত আমির খান, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬১। রাজু (৩৮), সেচ্ছাসেবক লীগ নেতা, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬২। মাসুদ (৪০), যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড, পিতা- ইয়াকুব আলী, বার্মা ষ্ট্যান্ড, এসও রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৩। আল আমিন (৩৫), যুবলীগ নেতা, পিতা- উকিল উদ্দিন, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৪। ইঞ্জি. সানোয়ার (৩৮), সেচ্ছাসেবক লীগ, পিতা- রফিক, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৫। রাতুল (৩০), ছাত্রলীগ নেতা, পিতা- ফিরোজ মিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৬। বালু শাহজাহান (৫৫), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- কদমতলী, আদমজী নগর, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৭। আঃ আওয়াল (৫৯), পিতা- আঃ রহমান, সাং আটি, সিদ্ধিরগঞ্জ, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৮। সালাউদ্দিন সানি (৪৮), পিতা- অজ্ঞাত, কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৯। আহম্মেদ কাউছার (৪৮), পিতা- অজ্ঞাত, সস্তাপুর, থানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ।, 

৭০। রাজু আহম্মেদ (৪৮), পিতা- আঃ রশিদ, সস্তাপুর, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ।