নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দর থানা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বন্দর থানা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত 

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেল চারটায় বন্দর সোনাকান্দাস্থ কাউন্সিলর শাহেন শাহ আহম্মেদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।  প্রস্তুতি সভায় প্রধান অতিথি মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঐক্যবদ্ধভাবে সফল করতে বন্দর থানা বিএনপির নেতৃবৃন্দকে দীক নির্দেশনা দেন। 

বন্দর থানা বিএনপির সভাপতি কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাসির উল্লাহ টিপু, কামরুল হাসান চুন্নু সাউদ, সোহেল খান বাবু, ১৯নং ওয়ার্ড  সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, ২১নং ওয়ার্ড বিএনপির  সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, ২৫নং ওয়ার্ড বিএনপির  সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম নারু, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুসহ নয়টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: