নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুন্ঠিত ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ৩৯ রাউন্ড রাইফেলের গুলিসহ মোট ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই পিন্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। পরবর্তীতে র্যাব-১১ লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য আড়াইহাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এরই প্রেক্ষিতে পৌরসভা এলাকা থেকে ওই পিস্তল, গুলি ও ম্যাগাজিন, গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।