নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

বন্দরে আকিজ এগ্রোর চুরি মামলায় পলাতক সিকিউরিটি ইনর্চাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে আকিজ এগ্রোর চুরি মামলায় পলাতক সিকিউরিটি ইনর্চাজ গ্রেপ্তার

আকিজ এগ্রো ফিড লিমিটেডে চুরি মামলার পলাতক আসামী প্রতারক সিকিউরিটি ইনচার্জ শাহিনূর ইসলাম (৫১)কে গ্রেপ্তার করেছে  বন্দর থানা পুলিশ। বুধবার (১১ সেপ্টম্বর) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিনূর সুদূর কুড়িগ্রাম জেলার চিলমারির থানার রাজাভিটা এলাকার আব্দুস  সাত্তার আলী মিয়ার ছেলে।এর আগে গত ৭ জুলাই  হইতে গত ১০ জুলাই রাত দেড়টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার বাগবাড়ীস্থ আকিজ এগ্রো ফিড লিমিটেডে এ চুরি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি হাবিলদার জাকির হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন তিনি। যার মামলা ৬(৯)২৪ ধারা- ৩৮১/ ৫০৬ পেনাল কোড-১৮৬০।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, সুদূর কুড়িগ্রাম জেলার চিলমারির থানার রাজাভিটা এলাকার আব্দুস  সাত্তার আলী মিয়ার ছেলে শাহীনূর ইসলাম বন্দর বাগবাড়ীস্থ আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিকিউরিটি ইনর্চাজ হিসেবে কর্মরত ছিল।  

এর ধারাবাহিকতায় গত ৭ জুলাই উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ শাহিনুর ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠানের প্রশাসনিক রুমের ড্রয়ারে থাকা আকিজ এগ্রো ফিট লিমিটেড নগদ ১ লাখ ৮০ হাজার টাকা কৌশলে চুরি করে আত্মসাত করে।

এ ছাড়াও গত ১০ জুলাই রাতে উল্লেখিত সিকিউরিটি ইনর্চাজসহ অজ্ঞাতনামা ২/৩ জন চোর কৌশলে প্রতিষ্ঠানে থাকা ২ হাজার কেঁজী লোহা যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা মালামাল চুরি করে ভ্যানযোগ নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত চোর শাহিনূর থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।