নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল কবির মুন্নার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ সেপ্টেম্বর ) দুপুরে লক্ষণ খোলায় ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫নং ওয়ার্ড বিএনপির ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় ফারুক হোসেন বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল। হামলায় সদস্য সচিব এড. টিপুসহ আমাদের সাধারণ সম্পাদক চুন্নু সাউদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মুন্না গুরতর আহত হয়েছেন। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দাবি জানাচ্ছি। ২৫নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এড. আবু আল ইউসুফ খান টিপুসহ চুন্নু সাউদ ও মুন্নার সুস্থতা কামনা করছি।